background image

ইউনিক আইডি প্রসঙ্গ

11-10-2021
করেরহাট কে. এম. উচ্চ বিদ্যালয় এর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের ইউনিক আইডির কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারি নির্দেশনা রয়েছে। তাই নিম্নোক্ত ডকুমেন্টস দ্রুত শ্রেণী শিক্ষকের নিকট জমা দিতে অনুরোধ করা যাচ্ছে। ২০২১ সালের SSC পরীক্ষার্থীদেরও ইউনিক আইডির জন্য নিম্নোক্ত ডকুমেন্টস জমা দিতে হবে। ১. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ২কপি ছবি ২. শিক্ষার্থীর অনলাইন জন্মনিবন্ধনের কপি ৩. পিতা-মাতার NID'র ফটোকপি (NID না থাকলে অনলাইন জন্মনিবন্ধনের কপি) ৪. ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে PEC পরীক্ষা পাশের সনদের কপি এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর ক্ষেত্রে JSC পরীক্ষা পাশের সনদের কপি। # উপরোক্ত ডকুমেন্টসের কপি আবশ্যিকভাবে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিতে হবে। # কারো কোন সার্টিফিকেট/জন্মনিবন্ধন/NID তে সংশোধনী থাকলে দ্রুত সংশোধন করে নিতে অনুরোধ জানানো যাচ্ছে। নির্দেশক্রমে- প্রধান শিক্ষক করেরহাট কে.এম. উচ্চ বিদ্যালয়